পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : কোন সেলেব্রিটি কী টুইট করলেন আজ ? - Tweet টুডে

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক যে কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন টুইটারে?

ff

By

Published : Nov 8, 2019, 11:14 PM IST

অনুপম খের : নিজের বই প্রকাশ অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করেছেন অনুপম । উপস্থিত সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

প্রসেনজিৎ চ্যাটার্জি : মুক্তি পেয়েছে 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো'-র ট্রেলার । সেটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রসেনজিৎ । ক্যাপশনে লিখেছেন, "ছোটবেলার স্বপ্ন" ।

দেব : "সীমান্ত, কাঁটাতার, দুটো দেশ, এসব কিছুই মনে থাকেনা যখন তাদের সঙ্গে কথা বলি। বাংলাদেশ ভারত সীমান্তে গিয়ে ঠিক এই কথাটাই মনে হলো। যখন তাদের জাতীয় সঙ্গীত বাজল আমিও গাইলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।"

অক্ষয় কুমার : 'কেশরী' সিনেমার 'ইয়ে মাহি' গানটি শেয়ার করে অক্ষয় জানিয়েছেন ইউটিউবে এই গানের ভিউয়ার্স সংখ্যা এখন 300 মিলিয়ন ।

অমিতাভ বচ্চন : প্রতিদিনের মতো আজও ফ্যানদের উদ্দেশে টুইট করেছেন অমিতাভ ।

ABOUT THE AUTHOR

...view details