পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : বলিউডের কোন সেলেব্রিটি কী টুইট করলেন? - টুইট টুডে

দেখে নেওয়া যাক আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের টুইটার অ্যাকাউন্টে...

Bollywood Tweet

By

Published : Oct 29, 2019, 11:39 PM IST

রজনীকান্ত : তিরুচিরাপল্লীর বোরওয়েলে ছোট্ট সুজিতের মৃত্যুতে শোকস্তব্ধ রজনীকান্ত। দুঃখ প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

অক্ষয় কুমার : হাউজ়ফুল 4-এর সাফল্যে আপ্লুত অক্ষয় কুমার। ফ্যানেদের ধন্যবাদ জানিয়ে তিনি একটি পোস্ট করেছেন।

অমিতাভ বচ্চন : সারা সপ্তাহ ধরে বিভিন্ন ফেস্টিভালের রঙে চারিদিক রঙিন। এই ফেস্টিভ উইকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ ও তাঁর পরিবার।

তাপসী পান্নু : 'ষাঁণ্ড কি আঁখ'-এর সাফল্য অব্যাহত। ছবির একটি শুটিং স্টিল শেয়ার করে তাপসী পান্নু ছবিতে নিজেদের চরিত্র প্রকাশী তোমার ও চন্দ্র তোমারকে 'ফিনিক্স' আখ্যা দিয়েছেন।

অনুপম খের : সিদ্ধি বিনায়ক মন্দিরে গেছিলেন অনুপম খের। সেখানে ভিজ়িটের অসাধারণ অভিজ্ঞতা একটি ভিডিয়োর মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা।

ABOUT THE AUTHOR

...view details