পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - bollywood and tollywood tweets today

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন সোশাল মিডিয়ার পাতায়?

gf
g

By

Published : Dec 9, 2019, 11:26 PM IST

শাখরুখ খান : ইন্দোনেশিয়ান এক অভিনেতা নিজের পুরস্কার উৎসর্গ করেন শাহরুখকে । এরপর টুইট করে এর উত্তর দেন শাহরুখ । লেখেন, "তোমার সাফল্যে আমি খুব খুশি । খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে ।"

করণ জোহার : ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন মাধুরি দীক্ষিত । আর সেকথা টুইট করে জানিয়েছেন করণ জোহার ।

মাধুরি দীক্ষিত : ওয়েব দুনিয়ায় পা রাখার জন্য খুবই উচ্ছ্বসিত মাধুরি । টুইট করে সেকথা জানিয়েছেন তিনি ।

অক্ষয় কুমার : মুক্তি পেয়েছে 'গুড নিউজ়' ছবির নতুন গান 'মানা দিল' । গানটি টুইটারে শেয়ার করেন অক্ষয় কুমার ।

দেব : মুক্তি পেয়েছে 'সাঁঝবাতি' ছবির গান 'কাগজের বাড়ি'। গানটি টুইটারে শেয়ার করেন দেব ।

ABOUT THE AUTHOR

...view details