পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - bollywood tweet

আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ?

dgf
dg

By

Published : Feb 28, 2020, 11:14 PM IST

হৃত্বিক রোশন : দুবাইতে ঘুরতে গেছেন হৃত্বিক । ছুটির মেজাজে সেখান থেকে ছবি পোস্ট করেন তিনি ।

অজয় দেবগন : তামিল ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন অজয় । সেকথা টুইট করে জানান তিনি ।

মাধুরি দীক্ষিত : শশাঙ্ক খইতানের জন্মদিনে টুইটারে শুভেচ্ছা বার্তা মাধুরির ।

দেব : 1 মার্চ মুক্তি পাবে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবির প্রথম পোস্টার । টুইট করে আজ সেকথা জানান দেব ।

আবির চ্যাটার্জি : মুক্তি পেয়েছে 'আগন্তুক' ছবির টিজ়ার । তা নিজের টুইটারে শেয়ার করেন আবির ।

ABOUT THE AUTHOR

...view details