পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - bollywood and tollywood tweet

আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ?

xcv
xcv

By

Published : Feb 27, 2020, 11:32 PM IST

অমিতাভ বচ্চন : 30 বছর আগে 'আজুবা'-র সেটে ছোট্ট রণবীর কাপুরের সঙ্গে দেখা হয়েছিল অমিতাভের । সেই ছবি আজ শেয়ার করেন তিনি ।

শাহরুখ খান : 2013 সালে 'মীর ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠা করেন শাহরুখ খান । অ্যাসিডাক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানো ও তাদের এম্পাওয়ার করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য । সঞ্চয়িতার বিয়ে মীর ফাউন্ডেশনের সাম্প্রতিক সাফল্য । সঞ্চয়িতার বিয়ে ছবি শেয়ার করেন শাহরুখ ।

করণ জোহর : শুক্রবার মুক্তি পেয়েছে 'ভূত : দা হন্টেড শিপ' ছবিটি । 6 দিনে বক্স অফিস থেকে 22.63 কোটা টাকা আয় করেছে এই ছবি ।

অনিল কাপুর : পরবর্তী সিনেমার শুটিং শেষের ছবি শেয়ার করেন অনিল ।

আবির চ্যাটার্জি : আগামীকাল মুক্তি পাবে 'আগন্তুক' ছবির টিজ়ার । টুইট করে সেকথা জানান আবির ।

ABOUT THE AUTHOR

...view details