পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - tollywood tweet

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন সোশাল মিডিয়ার পাতায় ।

্
্িু

By

Published : Jan 13, 2020, 10:58 PM IST

স্বস্তিকা মুখার্জি : জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে টুইট স্বস্তিকার । লেখেন, "Happy Birthday বাবা। আমি থাকা অবধি তুমিও থাকো। যে ভাবেই হোক থাকো। শুধু এইটুকুই চাই ।"

পাওলি দাম : 25দিন ধরে সাফল্যের সঙ্গে বক্স অফিসে চলছে 'সাঁঝবাতি' । তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট পাওলির ।

সৃজিত মুখার্জি : রূপম ইসলাম, অনুপম রায়ের সঙ্গে ছবি তুলে টুইট করলেন সৃজিত ।

করণ জোহর : 'মিস্টার লেলে' ছবিতে বরণ ধাওয়ানের লুক শেয়ার করে টুইট করেন করণ । 2021 সালের 1 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

রণবীর সিং : '83' ছবিতে মহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করছেন সাকিব সেলিম । টুইট করে ছবিতে তাঁর লুক প্রকাশ করেন রণবীর ।

ABOUT THE AUTHOR

...view details