পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আদিপুরুষ'-এ প্রভাসের সঙ্গে সইফ আলি খান, আপত্তি তুললেন নেটিজেনরা - সইফ আলি খানের খবর

আজই ঘোষণা করা হয়েছে যে, 'আদিপুরুষ' ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করবেন সইফ আলি খান । তাঁকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে । খবরটি পেয়ে আপত্তি তুললেন নেটিজেনরা । সইফ আলি খানকে সরানোর দাবিতে তেতে উঠল সোশাল মিডিয়া ।

prabhash film with saif ali khan
prabhash film with saif ali khan

By

Published : Sep 3, 2020, 7:10 PM IST

মুম্বই : ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'-এ দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে দেখা যাবে সইফ আলি খানকে । খবরটি জানার পর খুশি হওয়ার পরিবর্তে ক্ষেপে গেলেন নেটিজেনরা । সইফকে সরানোর দাবি জানাতে শুরু করলেন তারা ।

তবে আশ্চর্যের বিষয়, কী কারণে তাদের এই দাবি সেটা পরিষ্কার নয় । কিছু মানুষ দাবি জানাচ্ছেন যে, ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার যোগ্যতা নেই সইফের । তিনি নাকি ভারতের ইতিহাস নিয়ে ওয়াকিবহাল নন ।

তো কিছু মানুষের দাবি যে, সারা আলি খানের সঙ্গে সুশান্তের সম্পর্ক ভাঙার কারণ আসলে সইফ । সেই জন্য অভিনেতাকে বয়কট করা উচিত । তর্কে জুড়েছে আরও একটি অ্যাঙ্গল । সইফ নাকি নেপোটিজ়মের প্রডাক্ট । তাই তাঁকে কোনও সুযোগ দেওয়া উচিত নয়, মত একদলের ।

অনেকেই আবার সইফের পরিবর্তে অন্য অপশনও খুঁজে ফেলেছেন । রাবণের চরিত্রে তারা চানা রানা দগ্গুবতীকে । তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি টিম 'আদিপুরুষ' ।

ABOUT THE AUTHOR

...view details