মুম্বই : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়াটা একটা অভ্যেসের পর্যায় পৌঁছে গেছে প্রিয়াঙ্কার। কয়েকদিন আগে ব্লাউজ় ছাড়া শাড়ি পরে অনেক অশালীন মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন। আর এবার একটা খাকি শর্টস পরে ট্রোলারদের নজর কাড়লেন তিনি। তিনি নাকি RSS-এ যোগদান করেছেন, এই মন্তব্যে সোশাল মিডিয়া ভাসল।
RSS কর্মীদের মতো একটি খাকি শর্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে কালো টপ আর কালো ব্লেজ়ার পরেছিলেন তিনি। এই পোশাকে নিক জোনাসের সঙ্গে বস্টন থেকে ফিরছিলেন প্রিয়াঙ্কা।