পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জয়পুরে একতার বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP নেত্রীর - BJP complaint against Ekta

এবার একতার বিরুদ্ধে জয়পুরের ভট্টা বস্তি থানায় অভিযোগ দায়ের করলেন BJP নেত্রী আঁচল আবানা ।

dfg
dfg

By

Published : Jun 7, 2020, 7:42 PM IST

Updated : Jun 7, 2020, 8:09 PM IST

জয়পুর : 'ট্রিপল এক্স-টু' নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক । এই সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে ইতিমধ্যেই মুম্বইয়ের খার থানায় ও গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আর এবার তাঁর বিরুদ্ধে জয়পুরের ভট্টা বস্তি থানায় অভিযোগ দায়ের করলেন BJP নেত্রী আঁচল আবানা । অশ্লীল বিষয় ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।

আইনজীবী অর্জুন রাজপুরোহিতের মাধ্যমে অভিযোগ দায়ের করেন আঁচল । তাঁর মতে, সিরিজ়ের ওই দৃশ্যর জন্য সমাজের সব স্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।

সেনা জওয়ানদের জীবনকে তুলে ধরা হয়েছে এই সিরিজ়ে । তাঁরা কাজে চলে যাওয়ার পর কীভাবে দিন কাটে তাঁদের বাড়ির সদস্যদের তাও দেখানো হচ্ছে সিরিজ়ে । আর সেখানেই উঠেছে বিতর্ক ।

সিরিজ়ের একটি গল্পের নাম 'পেয়ার অউর প্লাস্টিক'। সেখানে এক ভারতীয় জওয়ান সীমান্তে গিয়েছেন । আর সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন । অন্তরঙ্গ মুহূর্তের সময় ছিড়ে দেন জওয়ানের উর্দিও । এ প্রসঙ্গে আঁচল বলেন, "এই ধরনের দৃশ্যের মাধ্যমে শুধুমাত্র জওয়ানের পরিবারেরই নয়, দেশের বিভিন্ন মহিলার মর্যাদাই ক্ষুণ্ণ হয়েছে ।"

আজ এক জওয়ানের পরিবারের সঙ্গে অভিযোগ দায়ের করতে যান আঁচল । তাঁর স্বামীও পেশায় একজন সেনা জওয়ান ।

সিরিজ়ের এই বিষয়বস্তু নিয়ে এর আগে মুম্বইয়ের খার থানায় একতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ইউটিউবার বিকাশ পাঠক । এরপর 4 জুন গুরুগ্রামের পালম বিহার থানায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন সেনা আধিকারিকরা । আর এবার জয়পুরে অভিযোগ দায়ের করা হল প্রযোজকের বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 7, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details