মুম্বই : বিকাশ দুবের জীবন ও তার মৃত্যু একটি সিনেমার বিষয়বস্তু বটে । তাই তার এনকাউন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ সিং গাহারওয়ার বিকাশের জীবন নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করার পরিকল্পনা করে ফেলেন । সিরিজ়ের নাম 'প্রকাশ দুবে কানপুরওয়ালা', মুক্তি পেল সিরিজ়ের ট্রেলার ।
প্রমোদ বিক্রম সিং অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে যে, বিকাশের মৃত্যু কোনও এনকাউন্টার নয় । ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে । কানপুরের বিকাশের সঙ্গে অদ্ভুত মিল সেলুলয়েডের 'প্রকাশ দুবে'-র ।