মুম্বই : মুক্তি পেল 'তোরবাজ়'-এর ট্রেলার । গোটা ট্রেলার জুড়ে রয়েছেন সঞ্জয় দত্ত । ছবিতে একজন প্রাক্তন সেনা চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে ।
একটি দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছিলেন ওই চিকিৎসক । তাই প্রিয়জনদের হারানোর কষ্টটা ভালোই বোঝেন তিনি । আর কেউ যাতে প্রিয়জনকে না হারায় তার জন্য লড়াই শুরু করেন । সেই মতো শরণার্থী শিবিরের বাচ্চাদের ক্রিকেট খেলা শেখাবেন বলে ঠিক করেন । কিন্তু, সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হন তিনি । তাতেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন ।
এদিকে সন্ত্রাসবাদীদের প্রধান শরণার্থী শিবিরের বাচ্চাদের মানববোমা হিসেবে ব্যবহার করতে চায় । তার বিরুদ্ধে লড়াই শুরু করেন ওই চিকিৎসক । মানববোমা নয়, সেই বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান তিনি । আর তার জন্য হাতিয়ার হিসেবে বেছে নেন ক্রিকেটকে । ওই বাচ্চাদের হাতে ব্যাটের পরিবর্তে যাতে বন্দুক ধরিয়ে দেওয়া না হয় তার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান তিনি । আর সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে । তার কিছু অংশের ঝলক ধরা পড়ল ট্রেলারে ।