কলকাতা, 21 মার্চ : বলিউডের 'বাবলি' আজ পা রাখলেন 43শে ৷ তবু যেন তারুণ্য পিছুই ছাড়তে চায় না তাঁর থেকে ৷ দাবাং পুলিশ থেকে প্রেমিকা সব চরিত্রেই রানি জিতে নিয়েছেন তাঁর ভক্তদের মন ৷ আজ সেই প্রতিভাবান বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের জন্মদিন ৷
আর এইরকম একটি বিশেষ দিনে তাঁকে কিভাবে শুভেচ্ছা জানাতে ভুলে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এতো হতেই পারে না ৷ যতই হোক টলিউডের বুম্বাদার সঙ্গেই তাঁর প্রথম ছবি 'বিয়ের ফুল' করেছিলেন এই অভিনেত্রী ৷ এরপর রানির অসাধারণ অভিনয়ে ম্যাজিকের জোরে তাঁকে দেখতে হয়নি আর পিছনে ঘুরে ৷