পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'টয়লেট : এক প্রেম কথা' আমাকে সামাজিক সচেতন করে তুলেছে : ভূমি পেদনেকর - post

দু'বছর পূর্ণ করল 'টয়লেট : এক প্রেম কথা' । ছবিটির দু'বছর উদযাপনের সময় ইনস্টাগ্রামে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী । জানালেন, ছবিটির লক্ষ্য ছিল গ্রামীণ ভারতে স্যানিটেশন ও শৌচাগার নির্মাণ ।

ভূমি পেদনেকর

By

Published : Aug 11, 2019, 1:52 PM IST

দিল্লি : 2017 সালে মুক্তিপ্রাপ্ত 'টয়লেট : এক প্রেম কথা'-য় অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী ভূমি পেদনেকর । আজ ছবিটি দু'বছর পূর্ণ করায় আনন্দিত তিনি ।

ছবিটির দু'বছর উদযাপনের সময় ইনস্টাগ্রামে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী । জানালেন, ছবিটির লক্ষ্য ছিল গ্রামীণ ভারতে স্যানিটেশন ও শৌচাগার নির্মাণ । ছবিটি তাঁকে আরও "নম্র ও সামাজিক সচেতন" করেছে ।

তিনি পোস্ট করেন, "#ToiletEkPremKatha -র দু'বছর । TEPK আমাকে আরও নম্র, সমাজ সচেতন করেছে । স্যানিটেশন নিয়ে সচেতনতা বাড়িয়ে বিশ্বকে আরও উন্নত করার পথে এগিয়ে নিয়ে গেছে ।"

শুধু এটাই নয়, অভিনেত্রী জানান, তিনি নিজেকে ছবির মধ্যে সীমাবদ্ধ রাখেননি । মধ্যপ্রদেশের চাম্বলের একটি বিদ্যালয়ে তিনি পৌঁছেছেন, যেখানে আজ পুরোপুরি কার্যগরী শৌচাগার রয়েছে ।

ভূমি তাঁর পোস্টে যোগ করেছেন, "অভ্যুদয়া আশ্রম মোরেনা চাম্বলের বাচ্চাদের উন্নততর সুযোগসুবিধা দেওয়ার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি । TEPK-র দ্বিতীয় বার্ষিকীতে একথা বলতে পেরে আমি গর্বিত যে, নতুন হোস্টেল ও শৌচাগার আজ পুরোপুরি কার্যকর ।"

তিনি তাঁর পোস্টে আরও জানান, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার থেকে সন্তুষ্টি আরও কিছুতে হতে পারে না ।

2017 সালে আজকের দিনে মুক্তি পেয়েছিল 'টয়লেট : এক প্রেম কথা' । ছবিটি বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল । যেখানে দেখানো হয়েছিল, একজন মহিলা শ্বশুরবাড়িতে শৌচাগার নেই বলে স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল । শ্রী নারায়ণ সিংয়ের পরিচালনায় প্রথমবার অক্ষয় কুমার ও ভূমি পেদনেকরের জুটিকে বড় পরদায় দেখা গিয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details