মুম্বই : লকডাউন উঠে যাওয়ার পরের সময়টা খুব গুরুত্বপূর্ণ । সাবধানতা অবলম্বন না করলে কোরোনার প্রকোপ বাড়বে বৈ কমবে না । আর দেশ হিসেবে ভারতবর্ষ খুব একটা নিয়মনিষ্ঠ নয়, আশঙ্কিত তিসকা চোপড়া ।
মাস্ক পরা একটি ছবি শেয়ার করেছেন তিসকা । এলিভেটরে চেপে কোথাও বেরোচ্ছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "দেশ হিসেবে ভারত খুব একটা নিয়মনিষ্ঠ নয় । আবার একইসঙ্গে আধ্যাত্মিকতা নিয়ে আমাদের এক জোরালো ইতিহাসও রয়েছে, যেখানে নিষ্ঠা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে । আর এই সময়টাতে সেই নিয়মনিষ্ঠাকেই চূড়ান্ত ভাবে অভ্যেস করতে হবে আমাদের । এটাই পরীক্ষা দেওয়ার সময় ।"