মুম্বই : শিল্পসৃষ্টির মধ্যেই আনন্দ খুঁজে পান শিল্পী । অভিনেত্রীর কাছে অভিনয়, চিত্রকরের কাছে পেন্টিং বা ফোটোগ্রাফারের কাছে ছবি তোলাই মুক্তির পথ । তবে লকডাউনে বন্ধ শুটিং । অভিনয়, ফিল্মের সেট, শুটিংকে মিস করছেন তিসকা চোপড়া ।
কয়েকটি শুটিং স্টিল ছবি শেয়ার করে তিসকা লিখেছেন, "এতগুলো বছর ধরে যা করে গেছি, সেই অভিনয়, সেট, শুটকে মিস করছি আমি ।"
একটি বিজ্ঞাপন শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন তিসকা । কোনওটাতে তিনি মেকআপ করছেন, কোনওটা আবার সেলফি, রয়েছে প্রকৃতির গন্ধ মাখা কিছু ছবিও ।
তিসকা লিখেছেন. "খুব তাড়াতাড়ি একদিন আপনাদের জন্য একরাশ গল্প নিয়ে, এক ঝাঁক কল্পনার দুনিয়া নিয়ে ফিরব আমরা, যেখানে আপনারা প্রবেশ করতে পারবেন অবলীলায় ।"
নেটিজেনরা কে কী মিস করছেন ? প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিসকা । দেখে নিন তাঁর পোস্ট...