মুম্বই : লকডাউনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরের মধ্যেই কাটছে তাঁদের দিন । এই সময় বাইরে যাওয়াকে খুবই মিস করছেন অনেকে । আর সেই তালিকায় রয়েছেন টিসকা চোপড়াও । তবে ঘরে থাকলেও সময় একেবারেই নষ্ট করছেন না তিনি । ঘরের কাজের পাশাপাশি নিজের পছন্দের একাধিক কাজ করেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারেন্টাইনের দিনগুলি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন টিসকা । সেখানে বিকিনি পরে বালির উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "আউটডোরকে এখন খুবই মিস করছি কিন্তু, ইন্ডোরে থাকার এই সময়টাকে যতটা পারছি ব্যবহার করে নিচ্ছি...পরিবারের জন্য সেদিন কিছু রান্না করেছিলাম, ওদের ভালোই লেগেছিল । আমি যাই বানাই তারার খুব ভালো লাগে । নতুন কিছু করার জন্য সেটা আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেয় ।"