পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন টিনা মুনিম ও রাজকুমার হিরানি - rishi kapoor

ক্যানসারের চিকিৎসা চলছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা ঋষি কাপুর। খুব শিগিরিরই সুস্থ হয়ে দেশে ফেরার কথাও রয়েছে তার। এর মাঝেই তাঁর সঙ্গে দেখা করলেন পরিচালক রাজকুমার হিরানি ও সহ-অভিনেত্রী টিনা মুনিম অম্বানি।

ফোটো

By

Published : May 25, 2019, 6:49 PM IST

নিউইয়র্ক : প্রিয়াঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাট, নিউইয়র্কে গিয়ে সকলেই প্রথমে ঋষি কাপুরের সঙ্গে দেখা করেছে। এই তালিকায় জুড়ল আরও দুটি নাম। একজন টিনা মুনিম অম্বানি। ঋষির সহ অভিনেত্রী ছিলেন তিনি। অন্য়জন পরিচালক রাজকুমার হিরানি।

রাজকুমার ও টিনা ঋষির সঙ্গে দেখা করে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছিলেন। ঋষি রাজকুমার হিরানির উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় লেখেন, "ধন্যবাদ রাজু হিরানি আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য। নিজের লোকেদের সঙ্গে দেখা করে ছবির কথা বলে ভালো লাগে।"

টিনার জন্য ঋষি লেখেন, "টিনা ও অনিলের মতো পুরনো বন্ধুদের দেখে ভালো লাগ। অনসুলের গ্র্যাডুয়েশেনের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দু'জনকে। নীতু এই ছবিতে নেই কারণ ও আমার ডিনারের আয়োজন করছিল।"

চলতি মাসের শুরুতেই ঋষি এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে নিজের ক্যানসারের প্রসঙ্গে বলেছিলেন, "অ্যামেরিকায় আমার আট মাসের চিকিৎসা শুরু হয়েছিল ১ মে থেকে। কিন্তু, ঈশ্বর খুব দয়াবান। আমি সুস্থ আছি।"

সাতমাস আগে ছেলে ও স্ত্রীকে নিয়ে ঋষি নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন চিকিৎসার জন্য। সে কথা নিজেই তিনি সোশাল মিডিয়ায় জানান। তবে ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন ঋষি, তার খোলসা করেননি। ফলে সেই থেকেই জল্পনা চলছিল একটা।

ABOUT THE AUTHOR

...view details