পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টাইগারের সবচেয়ে বড় ফ্যান কে জানেন ?

টাইগার শ্রফের ফ্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সারা বিশ্বে । তার মধ্যে কে তাঁর সবচেয়ে বড় ফ্যান । ফ্যান নিজেই হাজির তার ভিডিয়ো নিয়ে । উত্তরও দিলেন টাইগার ।

Tiger Shroff biggest fan
Tiger Shroff biggest fan

By

Published : Feb 2, 2021, 10:30 PM IST

মুম্বই : ফ্যানেদের সঙ্গে সবসময় কমিউনিকেট করেন টাইগার শ্রফ । শান্ত স্বভাবের ছেলেটা মুখে বেশি কথা না বললেও ভার্চুয়ালি তাঁর ফ্যানেদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন । এবার এক খুদেকে মিষ্টি করে জবাব দিলেন অভিনেতা ।

আয়াংশ নামে এক ছোট্টো ছেলে, কতই বা বয়স হবে পাঁচ কি ছয়, টাইগারকে একটি ভিডিয়ো করে পাঠিয়েছে । সেখানে সে আদো আদো গলায় বলছে, "হ্য়ালো টাইগার শ্রফ, আমি আয়াংশ । আমি আপনার সবচেয়ে বড় ফ্যান, আমি আপনাকে ভালোবাসি ।"

আয়াংশের সেই মিষ্টি ভিডিয়ো দেখে চুপ করে থাকতে পারেননি টাইগার । ভিডিয়োটি নিজের পেজে শেয়ার করে তিনি লিখেছেন, "হাই আয়াংশ, আমিও তোমার সবচেয়ে বড় ফ্যান । আই লাভ স্পাইডি"

খুদের গায়ে স্পাইডার ম্যানের পোশাক দেখে তাকে স্পাইডি বলেছেন টাইগার । দেখে নিন 'বিগেস্ট' ফ্যানের সঙ্গে টাইগারের আলাপচারিতা...

ABOUT THE AUTHOR

...view details