মুম্বই : এক মোনোক্রোম ছবিতে ফ্যানেদের ট্রিট দিলেন টাইগার শ্রফ । মা আয়েসা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে ভাগ করে নেওয়া এক দারুণ মুহূর্ত শেয়ার করলেন টাইগার ।
তারকা হয়ে গেলেও মা আর বোনের সঙ্গে সেই পুরোনো বন্ডিং শেয়ার করেন টাইগার । ফিল্মে যতই ঢিশুম-ঢিশুম করুন না কেন, দিনের শেষে মায়ের বাধ্য ছেলে তিনি । আর মা আয়েসাও বন্ধুর মতো মেশেন ছেলেমেয়েদের সঙ্গে ।