মুম্বই : অ্যাকশন হিরো, ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেন টাইগার । প্রায় সুপারহিরো অবতারে দেখা যায় তাঁকে পরদায় । তবে বাস্তবে একটা ব্যাপারকে ভয় পান অভিনেতা । তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানালেন যে, উচ্চতাকে ভয় পান তিনি ।
একটি স্লো মোশন ভিডিয়ো শেয়ার করেছেন টাইগার । সেখানে তাঁকে সামারসল্ট দিতে দেখা যাচ্ছে একাধিক পোজ়িশনে । আর প্রতিবারই লাফানোর সময়ে নিজের চোখ বন্ধ করে দিচ্ছেন অভিনেতা ।