মুম্বই : শীঘ্রই 'বাঘি 4'-এর শুটিং শুরু করবেন টাইগার শ্রফ । এর পাশাপাশি 'হিরোপন্তি'-র সিকুয়েলও তৈরি করা হবে বলে জানা গিয়েছে । এই দুটি ছবি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা ।
সম্প্রতি এই দুটি ছবির সিকুয়েলের কথা ঘোষণা করে একটি টুইট করেন টাইগার । সেখানে তিনি লেখেন, "দুটো ফ্র্যাঞ্চাইজ়ি, একটা ইমোশন ! #হিরোপন্তি 2 এবং #বাঘি 4 । শীঘ্রই 'হিরোপন্তি 2'-এর শুটিং শুরু করা হবে । আর 'বাঘি 4'-এর কথা খুব শীঘ্রই জানা যাবে ।"