পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছেলের গলায় লাভ বাইট, দেখে কী বলেছিলেন ইরফান ? - ইরফান খানের খবর

ছেলের গলায় লাভ বাইট কী প্রতিক্রিয়া ছিল ইরফান খানের ? ভাইরাল ইরফান খানের পুরোনো ভিডিয়ো ।

This was Irrfan Khan's reaction seeing love bite on his son's neck
This was Irrfan Khan's reaction seeing love bite on his son's neck

By

Published : May 12, 2020, 5:31 PM IST

মুম্বই : ইরফান খানের মৃত্যুটা এখনও মেনে নিতে পারেননি সিনেপ্রেমী মানুষরা । তাই সোশাল মিডিয়া জুড়ে এখনও ইরফান খানের ছবি, পুরোনো সাক্ষাৎকার, ফিল্মের শট । সম্প্রতি ভাইরাল হয়েছে ইরফানের এক পুরোনো সাক্ষাৎকার, যেখানে তিনি তাঁর ছেলেদের সঙ্গে খোলামেলা সম্পর্কের কথা শেয়ার করেছেন ।

অভিনেতা বলেন তিনি একবার তাঁর কোনও এক ছেলের গলায় লাভ বাইট দেখে ফেলেছিলেন । সঙ্গে সঙ্গে ছেলেকে সেই নিয়ে প্রশ্ন করেন ইরফান । ছেলে পালটা উত্তর দেয় যে, ওটা লাভ বাইট নয়, ব়্য়াশের দাগ । উত্তর শুনে ছেলেকে নাকি কনগ্র্য়াচুলেট করেছিলেন ইরফান ।

ছেলেদের সঙ্গে খুবই খোলামেলা সম্পর্ক ছিল ইরফানের । 'করিব করিব সিঙ্গল'-এর শুটিংয়ের সময় তিনি নাকি ছেলে বাবিলের কাছ থেকে টিপও নিতেন, জানালেন নিজেই । প্রেম বা যৌনতা নিয়েও ছেলেদের সঙ্গে আলোচনা করতেন তিনি, জানা গেল সেই সাক্ষাৎকারের সৌজন্যে । প্রতিটা বাবা-মায়ের এভাবেই মেশা উচিত সন্তানের সঙ্গে, পরামর্শ ইরফানের ।

ভালো অভিনেতা হওয়ার সঙ্গে ইরফান একজন যোগ্য স্বামী ও বাবা ছিলেন । স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে বাবিল ও আয়ানকে ছিল তাঁর সুখের সংসার । তবে এখন পুরোটাই অতীত । ইরফানের পরিবার বেঁচে রয়েছে তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরেই ।

ABOUT THE AUTHOR

...view details