মুম্বই : বনি কাপুর কন্যা অনশুলা কাপুরের ফান্ড তৈরি করার অনলাইন প্ল্যাটফর্ম 'ফ্যানকাইন্ড'-এর সঙ্গে হাত মেলালেন বিদ্যা বালান । এই শিশুদিবসে তিনি নিলেন এক বিশেষ উদ্যোগ । দিন দিন শিশুদের উপর যৌন হেনস্থার ঘটনা বাড়ছে । শুধু বাইরে নয়, বাড়ির ভিতর আত্মীয়দের থেকেও নানা ধরনের হেনস্থার শিকার হয় ওই ছোটো ছোটো শিশুরা ।
এর প্রতিকার স্বরূপ 'অর্পণ' নামে এক NGO-তে অনুদান দেওয়ার আবেদন জানিয়েছেন বিদ্যা । কী করে এই NGO ? তারা শিশুদের উপর হওয়া যৌন হেনস্থা প্রতিরোধের ক্যাম্পেন চালাচ্ছে দিনরাত । শিশুদিবসে এমন এক NGO-র সঙ্গে হাত মেলানোর থেকে উপযুক্ত আর কী হতে পারে ?