মুম্বই : মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন । গতকালই সেকথা ঘোষণা করা হয়েছে । অদ্ভুতভাবে দীপিকার একটি স্কেচ তৈরি করেছিলেন এক শিল্পী । দ্রৌপদী হিসেবে তাঁকে ঠিক কেমন দেখতে লাগবে তা নিজের আঁকার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ওই শিল্পী । প্রায় এক বছর আগে এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল ।
তবে শুধু দীপিকাই নন আমির খান, ফারহান আখতার, অর্জুণ রামপাল, বিদ্যউৎ জামাল, রণবীর সিংয়ের স্কেচও তৈরি করেছেন তিনি । মহাভারতের বিভিন্ন চরিত্রে তাঁদের কেমন দেখতে লাগবে স্কেচের মাধ্যমে তাই ফুটিয়ে তুলছেন তিনি ।