মুম্বই : 'ফ্যাশন' ছবিটি বলিউডের এক অন্যতম সেরা একটি ছবি । এই ছবি শুধুমাত্র স্টোরিটেলিংয়ের ভাষাকে বদলেছে তা নয়, সঙ্গে দুই অভিনেত্রীকে শক্ত জমি দিয়েছে বলিউডে । তাঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাওয়াত । সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অনস্ক্রিন ও অফস্ক্রিন এক দারুণ বন্ড শেয়ার করেন কঙ্গনা । সেই কথাই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।
তিনি বলেন, "প্রিয়াঙ্কা দারুণ মানুষ । আমি যখন স্কুলে পড়ি, তখন থেকে প্রিয়াঙ্কার সিনেমা দেখেছি । সেই সময়ও ও স্টার ছিল । তাই যখন আমি প্রথম প্রিয়াঙ্কাকে মিট করি, বিহ্বল হয়ে পড়ি । তবে প্রিয়াঙ্কা আমায় কখনও জুনিয়র হিসেবে ট্রিট করেনি । আমার সঙ্গে খাবারও শেয়ার করেছে ও ।"