পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সবার মধ্যে বোধ জেগে উঠুক, পাকিস্তান জিন্দাবাদ", বললেন 'রইস'-এর মাহিরা - Pulwama Terroe Attack

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নিয়ে চিন্তিত দুই দেশের মানুষ। পুলওয়ামা জঙ্গি হামলার পর প্রত্যাঘাত করেছে ভারত। বালাকোটে জইশ-ই-মহম্মদের সর্ববৃহৎ ঘাঁটি তছনছ করে দিয়েছে ভারত। এই ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানি সেনা ও সাধারণ মানুষকে  যে কোনও অবস্থার জন্য তৈরি থাকতে বলেছেন। আর তাঁর এই কথার উদ্দেশ্যে পাকিস্তানের শিল্পীমহল দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করেছেন তো কেউ আবার মানবিকতাকেই প্রথম স্থান দিতে বলেছেন। ভারতীয় ছবি 'রইস'-এর নায়িকা মাহিরা খান আসন্ন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধেই সরব হয়েছেন।

মাহিরা খান

By

Published : Feb 27, 2019, 2:31 PM IST

ফাতিমা ভুট্টো, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জু়লফিকর আলি ভুট্টোর নাতনি, তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "মানুষ যুদ্ধের উদ্দেশ্যে উল্লাস করছেন, এর থেকে খারাপ কিছু হয় না।" তাঁর এই পোস্টের প্রতিক্রিয়া হিসেবেই মাহিরা লিখেছেন, "যুদ্ধের উদ্দেশ্যে উল্লাস করা, এর থেকে খারাপ, এর থেকে অশিক্ষার আর কিছু হয় না। সবার মধ্যে বোধ জেগে উঠুক..পাকিস্তান জিন্দাবাদ।"

অন্যদিকে পাকিস্তানের এক জনপ্রিয় থিয়েটার ও টেলিভিশন অভিনেতা হামজ়া আলি আব্বাসি টুইট করেছেন, "বালাকোট, ভালো করেছ ভারত। ভুয়ো 'সার্জিকাল স্ট্রাইক' বলে দাবি করার চেয়ে এটা অনেক ভালো। এইবার ভারতীয় বায়ুসেনা LOC পেরিয়ে পাকিস্তানের প্রায় ৪-৬ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে রাত ২.৫৫ নাগাদ এবং ২.৫৯ নাগাদ পাকিস্তানি বায়ুসেনার তাড়ায় ফিরে যেতে হয়েছে তাদের। যেতে যেতে আমাদের অসংখ্য গাছকে শহিদ করে গেছে তারা। পাকিস্তানের এবার যোগ্য জবাব দেওয়া উচিৎ।"

করণ জোহরের 'মাই নেম ইজ় খান' ছবিটির জনপ্রিয় একটি সংলাপ মনে আছে? "মাই নেম ইজ় খান, অ্যান্ড আই অ্যাম নট অ্যা টেররিস্ট।"(My name is Khan and I am not a terrorist.)। সেই সংলাপের কথা মাথায় রেখে অভিনেত্রী বীনা মালিক বলেন, "আমার নাম গাছ আর আমি কোনও টেররিস্ট নই।"

ABOUT THE AUTHOR

...view details