পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অন্তঃস্বত্ত্বা বিপাশা ? ছবি তো সেই প্রমাণই দিচ্ছে... - বিপাশা বাসু লেটেস্ট খবর

2016 সালে বিয়ে হয়েছে বিপাশা বাসু ও করণ গ্রোভারের। তারপর থেকে অসংখ্য বার এই জল্পনা তৈরি হয়েছে যে, তিনি অন্তঃস্বত্ত্বা। কিন্তু, তাঁর লেটেস্ট ছবিগুলো দেখে প্রকৃত অর্থেই তাঁকে প্রেগনেন্ট মনে হচ্ছে, মত নেটিজেনদের।

Bipasha Basu pregnant news

By

Published : Oct 26, 2019, 4:05 PM IST

মুম্বই : সম্প্রতি রমেশ তুরানির দিওয়ালি ব্যাশে গেছিলেন বিপাশা বাসু ও করণ সিং গ্রোভার। সেখানে বিপাশার ছবি দেখে তুমুল জল্পনা তৈরি হয়েছে তাঁর প্রেগনেন্সি নিয়ে।

এই সেই ছবি, যা জল্পনা তৈরি করেছে

বরাবরই ফিটনেস ফ্রিক বিপাশা। তাঁর পেটানো শরীর অনেকেরই ঈর্ষার কারণ। কিন্তু, এই ইভেন্টে বিপাশাকে বেশ বাল্কি মনে হল। নেটিজেনদের মতে, তাঁর বেবি বাম্প বেশ ভালোই বোঝা যাচ্ছে ছবিতে। কিন্ত, সেটা আদৌ বেবি বাম্প কিনা সেই নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

করণের সঙ্গে...

তবে সি-গ্রিন লেহেঙ্গাতে বিপাশাকে লাগছিল খুব সুন্দর, মত নেটিজেনদের। বেশ অনেকদিন হয়ে গেল বড় পরদা থেকে দূরে বিপাশা। 2015 সালে করণ গ্রোভারের বিপরীতে 'অ্যালোন' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার সেটেই তাঁদের আলাপ ও প্রেম।

ABOUT THE AUTHOR

...view details