পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দ্বিতীয় বাড়ি'-তে ফিরলেন বিবেক ওবেরয় - The show must go on

কোরোনা পরিস্থিতির মধ্যেই অন্য তারকাদের মতো এবার শুটিং ফ্লোরে ফিরলেন বিবেক ওবেরয় । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের একথা জানান তিনি ।

sdf
sdf

By

Published : Sep 13, 2020, 2:07 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । সেই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক ছবির শুটিং । আর এবার নিজের 'দ্বিতীয় বাড়ি' অর্থাৎ শুটিং ফ্লোরে ফিরলেন বিবেক ওবেরয়ও ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিবেক । সেখানে মেকআপ রুমের মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ঠিক তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন মেকআপ আর্টিস্টরা ।

এই ছবির ক্যাপশনে বিবেক লেখেন, "সেটে ফিরলাম । আমার দ্বিতীয় বাড়ি । কারণ অনুষ্ঠান চালিয়ে যেতে হবে । অবশ্যই সব নিরাপত্তা মেনে চলতে হবে ।"

তবে শুধু বিবেকই নয় । কোরোনা মুক্ত হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন অমিতাভ বচ্চন । 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শুরু করেছেন তিনি । এছাড়া একাধিক ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে । তার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের 'বেল বটম'। এখন স্কটল্যান্ডে চলছে ছবির শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details