পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সইফের 'লাল কাপ্তান' লুকের পিছনে যিনি ছিলেন - Saif look

আর এই লুকটি যাতে স্বাভাবিক লাগে, তার জন্য শুটিংয়ের আগে সইফকে বেশ কিছুদিন চুল ও দাড়ি কাটতে বারণ করেছিলেন দর্শন । সেই চুলের মধ্যে পরচুলা আটকে দেওয়া হয় ন্যাচরাল লুক ।

ছবি

By

Published : Oct 15, 2019, 11:50 PM IST

Updated : Oct 16, 2019, 12:39 AM IST

মুম্বই : এক মুখ দাড়ি । মাথায় জটা । চোখে-মুখে রাগ । 'লাল কাপ্তান'-এ সইফ আলি খানের এই ভয়ঙ্কর লুকটি দেখা গেছে । তবে সইফের এই লুক একেবারেই সহজ ছিল না । আর এই অসাধ্য সাধন করেন দর্শন ইয়েওয়ালেকর নামে এক ব্যক্তি । 'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজির লুকও তৈরি করেছিলেন তিনি ।

'লাল কাপ্তান' ছবিতে নাগা সাধুর চরিত্রে দেখা গেছে সইফকে । নাগা সাধু, যাঁর ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না । সারাক্ষণ গায়ে ছাই মেখে থাকেন । ভগবানের দেখানো পথ ধরেই চলেন । কোনও কিছুকেই পরোয়া করেন না । এমনকী, দাড়ি ও চুলও কাটেন না । আর সইফের মুখে এই লুক আনতে গিয়ে রীতিমতো কসরত করতে গয়েছে দর্শনকে । এই বিষয়গুলিকে মাথায় রেখেই কাজ শুরু করেছেন তিনি ।

আর এই লুকটি যাতে স্বাভাবিক লাগে, তার জন্য শুটিংয়ের আগে সইফকে বেশ কিছুদিন চুল ও দাড়ি কাটতে বারণ করেছিলেন দর্শন । সেই চুলের মধ্যে পরচুলা আটকে দেওয়া হয় ন্যাচরাল লুক ।

দর্শনের পাশাপাশি এই লুকটি আনার জন্য কসরত করেছেন সইফও । প্রথমদিন অনেক্ষণ ধরে মেকআপ করতে হয়েছিল । তবে ধৈর্য হারাননি সইফ । তিনিও যথেষ্ট সাহায্য করেছিলেন ।

ছবির পরিচালনা করেছেন নবদীপ সিং । সব ঠিক থাকলে ১৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি ।

Last Updated : Oct 16, 2019, 12:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details