পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফোন ভূত : শুটিং শুরু করতে চলেছেন ক্যাটরিনা-ইশান-সিদ্ধান্ত - ক্যাটরিনা কাইফের খবর

ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদি ও ইশান খট্টর অভিনীত পরবর্তী ছবির নাম 'ফোন ভূত' । ইতিমধ্যেই সামনে এসেছে ছবিতে তাঁদের ফার্স্টলুক । এবার জানা গেল শুটিংয়ের দিন ।

katrina kaif phone bhoot
katrina kaif phone bhoot

By

Published : Nov 2, 2020, 12:00 PM IST

মুম্বই : লকডাউনের পর সবকিছু ফিরছে স্বাভাবিক ছন্দে । সমস্ত সতর্কবিধি মেনে শুরু হয়েছে শুটিং । সবকিছু ঠিক থাকলে এই নভেম্বরের শেষে শুরু হবে 'ফোন ভূত'-এর শুটিং । অভিনয়ে ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী ।

সিদ্ধান্ত একটি ছবির জন্য ইতিমধ্যেই গোয়াতে রয়েছেন । সেই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন আর অনন্যা পান্ডেও । শোনা যাচ্ছে 'ফোন ভূত'-এর শুটিং হবে গোয়াতেই । তাই ক্যাটরিনা আর ইশান যোগ দেবেন সিদ্ধান্তের সঙ্গে ।

গুরমিত সিং পরিচালিত ছবি 'ফোন ভূত' । কোরোনা কারণে শুটিং নিয়ে একটু অনিশ্চয়তা থাকলেও, নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী তিনি ।

ছবিটি নিয়ে যথেষ্ট আনন্দিত ইশানও । লকডাউনের মধ্যেই ছবির স্ক্রিপ্ট পড়ে ফেলেছিলেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান তিনি । স্ক্রিপ্ট তাঁর যথেষ্ট ভালো লেগেছে বলেও জানান । যদিও ছবি সম্পর্কে এর থেকে বেশি কিছু বলতে চাননি ইশান ।

ABOUT THE AUTHOR

...view details