মুম্বই : লকডাউনের পর সবকিছু ফিরছে স্বাভাবিক ছন্দে । সমস্ত সতর্কবিধি মেনে শুরু হয়েছে শুটিং । সবকিছু ঠিক থাকলে এই নভেম্বরের শেষে শুরু হবে 'ফোন ভূত'-এর শুটিং । অভিনয়ে ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী ।
সিদ্ধান্ত একটি ছবির জন্য ইতিমধ্যেই গোয়াতে রয়েছেন । সেই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন আর অনন্যা পান্ডেও । শোনা যাচ্ছে 'ফোন ভূত'-এর শুটিং হবে গোয়াতেই । তাই ক্যাটরিনা আর ইশান যোগ দেবেন সিদ্ধান্তের সঙ্গে ।