হায়দরাবাদ,21 ফেব্রুয়ারি: মুক্তি পেল আসন্ন ছবি 'দ্য় কাশ্মীর ফাইলস'-এর ট্রেলার (The Kashmir Files trailer is out Now) ৷ বিবেক রঞ্জন অগ্নিহোত্রীরি পরিচালিত এই ছবিটি পর্দায় আসতে চলেছে 11 মার্চ ৷ ছবিতে তুলে ধরা হবে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের গল্প ৷ ট্রেলার ইঙ্গিত দেয় ছবিতে উঠে আসবে অন্য় এক কাশ্মীরের গল্প ৷ অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের যে কাশ্মীর ভূস্বর্গ বলে খ্যাত সেই উপত্য়কার কিছু আঁতকে ওঠার মত তুলে আনবে গল্প তুলে আনবে এই ছবি ৷
ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, পুনীত ইসার-সহ অন্য়ান্য অভিনেতারা ৷ বিবেক জানিয়েছেন, ছবিটি করার আগে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে তাঁকে ৷ এর জন্য় পরিস্থিতির শিকার হওয়া বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি এবং তাঁর দল ৷ তাঁকে প্রায় সাতশোরও বেশি অভিজ্ঞতার গল্প শুনে এই কাহিনি খাড়া করতে হয়েছে ৷