মুম্বই : বিবেক অগ্নিহোত্রী পরিচালিত পরবর্তী ছবি 'কাশ্মীর ফাইলস' । ছবির শুটিং শেষ হল আজই । উচ্ছ্বসিত কাস্ট অ্যান্ড ক্রু সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।
টিম মেম্বারদের সঙ্গে একটি ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, "ইটস অ্যা ব়্যাপ । জ্বালাময়, যন্ত্রণাদায়ক আর সত্য ঘটনার অবলম্বনে তৈরি এই ছবি । তিরিশ বছর লেগে গেল এই গল্প শোনাতে ।"