দিল্লি ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করা প্রকাশের IAS অফিসার হওয়ার কথা ছিল । অন্তত, সেরকমই পরিকল্পনা ছিল । তবে ভিতরে অন্য একটা লড়াই চলছিল তাঁর । কিছু সৃষ্টি করার তাগিদ কুড়ে কুড়ে খাচ্ছিল প্রকাশকে । তাই নিজের প্যাশনের ডাকে সাড়া দিয়ে পকেটে মাত্র 300 টাকা নিয়ে স্বপ্ন নগরী মুম্বইতে পাড়ি দেন প্রকাশ, তখন সত্তরের দশক ।
আর এখান থেকেই শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায় । ইচ্ছেশক্তি, প্যাশন, সাহস ও লক্ষ্য - এসবের উপর ভিত্তি করে স্বপ্নপূরণের পথে এগোতে শুরু করেন প্রকাশ ।
তবে পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই আসেননি প্রকাশ । তিনি তো চিত্রকর হতে চেয়েছিলেন । JJ স্কুল অফ আর্টসে নাম নথিভুক্ত করানোর কথা ভেবেছিলেন । কিন্তু, সেখানে পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার আগে ভরতির সুযোগ পাননি তিনি । ভরতি না হওয়া পর্যন্ত কিছু তো একটা করতে হবে । তাই 20 বছরের প্রকাশ এক ইংরেজি শিক্ষকের চাকরি জোটালেন, যেখানে তাঁর থেকে অনেক বেশি বয়সের ব্যবসায়ী ছাত্রদের পড়াতে হত তাঁকে ।
এরকম চলতে চলতে একদিন অগ্নি জানি নামে একজনের সঙ্গে আলাপ প্রকাশের । তিনি বলিউড ফিল্মে আর্ট ডিরেক্টর ছিলেন । সেই সময়ে অগ্নি কাজ করছিলেন চাঁদ পরিচালিত 'ধর্ম' ছবিতে । প্রকাশের অনেক জোরাজুরিতে অগ্নি তাঁকে সেই ফিল্মের সেটে নিয়ে যান । রেখা, প্রাণের মতো তারকাদের সামনে থেকে দেখতে পান প্রকাশ । ব্যাস, জীবনের টার্নিং পয়েন্টটা সেদিনই খুঁজে পান প্রকাশ । ফিল্মমেকিং প্রক্রিয়াটার প্রেমে পড়ে যান তিনি । বুঝতে পারেন এতগুলো বছর ধরে তিনি ফিল্মমেকিংই করতে চেয়েছেন ।
চাঁদের অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করেন প্রকাশ । তবে মেয়াদ মাত্র পাঁচ দিন । পাঁচ দিনেই তিনি বুঝেছিলেন যে, অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করা শুরু করলে পুরোপুরি পরিচালক হতে অনেক সময় লেগে যাবে । এই বোধ উদয় হওয়ার পরের দিনই FTII অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উদ্দেশে জার্নি শুরু করেন তিনি ।
তবে দুর্ভাগ্যবশত, FTII-এর ডিরেক্টর গিরিশ কর্নাড ও ছাত্রদের মধ্য সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় ইনস্টিটিউট । ঝা ডকুমেন্ট্রি মেকিংয়ের দিকে ঝোঁকেন ও 1975 থেকে 1981-এর মধ্যে ইংল্য়ান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়ার মতো দেশ ঘুরে ফেলেন । এই সময়েই তিনি ব্যালে ডান্সার ফিরোজ়া আলির উপর একটা ডকুমেন্ট্রি তৈরি করেন । তবে ডকুমেন্ট্রি বানালেও ফিচার ফিল্ম তৈরির একটা তাগিদ তৈরি হয় প্রকাশের মধ্যে ।