মুম্বই : মুক্তি পেল পরিণীতি চোপড়া অভিনীত 'দা গার্ল অন দা ট্রেন'-এর টিজ়ার । ছবিটি পরিচালনা করেছেন রিভু দাশগুপ্ত ।
পল হকিন্সের উপন্যাস 'দা গার্ল অন দা ট্রেন' অবলম্বনে ওই একই নামে একটি হলিউড ছবি তৈরি করেছিলেন স্টিভেন স্পিলবার্গ । এরপর সেই ছবির হিন্দি রিমেক করেন রিভু দাশগুপ্ত । ব্রিটেনেই এই ছবির শুটিং করা হয়েছে । এখানে পরিণীতির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি ও অবিনাশ তিওয়ারিসহ আরও অনেকে ।
আজ ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে ছবির টিজ়ার পোস্ট করা হয় । আর টিজ়ারের ক্যাপশনে লেখা, "পরিণীতি চোপড়ার সঙ্গে ট্রেনের যাত্রায় সামিল হোন । তবে নিজের দায়িত্বে ট্রেনে চড়বেন ।"