মুম্বই : কুকুরের ঘ্রাণশক্তি খুবই ভালো । গন্ধ শুঁকেই অনেক সমস্যার সমাধান করে দেয় তারা । কিন্তু, গন্ধ শুঁকে 'খাজ়ানা' খোঁজা মানুষের পক্ষে অসম্ভব । তবে 'লাল কাপ্তান' ছবির দ্বিতীয় ট্রেলার সেই অসম্ভবকেই সম্ভব করার গল্প দেখানো হয়েছে ।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ট্রেলার । নাম ছিল 'দা হান্ট' । আর গতকাল মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় ট্রেলার । নাম 'দা চেজ়' । প্রথম ট্রেলার শুরু হয়েছিল সইফ আলি খানের ভয়ঙ্কর লুক দিয়ে । সেখানে মৃত্যুর গল্প শুনিয়েছিলেন তিনি । ভয়েস ওভার ছিল সোনাক্ষী সিনহার । আর নতুন ট্রেলারে দেখা গেছে কয়েকটি নতুন চরিত্রকে ।