মুম্বই : শুরু 'দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে, তারপর দেখতে 'অক্টোবর', 'বদলাপুর', 'সুই ধাগা'-র মতো একাধিক সিনেমা করতে করতে পেরিয়ে গেল 8টা বছর । তাই ফ্যানেদের ধন্যবাদ জানালেন বরুণ ।
টুইটারে ফ্যানমিটের কয়েকটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "জার্নি শুরু হয়েছে 8 বছর হয়ে গেল । আমায় যখন কেউ বিশ্বাস করেনি, তোমরা করেছ । যে কটি শহরে আমি গেছি, প্রত্যেকটা মনে রেখেছি । সই, চিঠি, উপহার, ট্যাটু আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা..সব মনে আছে আমার ।"