মুম্বই , 1 এপ্রিল : কঙ্গনা স্বপ্নপূরণের দিকে এগিয়ে গেল আরও একধাপ ৷ নায়িকার স্বপ্নের প্রোজেক্ট খুব শীঘ্রই পেতে চলেছে তার কাঙ্ক্ষিত পরিণতি ৷ আজই মুক্তি পেয়ে গেল থালাইভি ছবির টিজ়ার ৷
গতকালই বড় খবর দিয়েছিল টি সিরিজ অফিশিয়াল তাঁদের ইনস্টাগ্রামে ৷ তাঁরা আগেই জানিয়ে দিয়েছিল টিজ়ার মুক্তির তারিখ ৷ একই সঙ্গে তাঁরা জানিয়েছেন 2 এপ্রিল থালাইভি ছবির প্রথম গান 'চালি চালি' মুক্তি পাবে ৷
ইতিমধ্যেই ছবিটির টিজ়ার সাড়া ফেলে দিয়েছে সোশাল মিডিয়াতে ৷ এখন দেখা যাক বলিউড 'কুইন' জয়ললিথার রোম্যান্টিক নায়িকা থেকে তাঁর 'রণংদেহী' রাজনৈতিক নেত্রী হওয়ার যাত্রাটিকে রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে কতখানি সফল হয় কঙ্গনা ৷
কথা মতো টিজ়ার তো মুক্তি পেয়েই গেল ৷ এবার বাকি ছবির প্রথম গান রিলিজ়ের ৷ অভিনেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিথার এই বায়োপিক যে কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার জীবনের মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ 23 এপ্রিল দর্শকের সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে থালাইভি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷