পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aarya Teaser: আর্যার দ্বিতীয় সিজনের টিজারে সুস্মিতার চোখে প্রতিশোধের আগুন - সুস্মিতা সেনের খবর

আর্যার দ্বিতীয় সিজনের (Aarya Season 2) টিজারে সুস্মিতা সেনের (Sushmita Sen) চোখে ধরা পড়ল প্রতিশোধের আগুন ৷ দ্বিতীয় সিজন নিয়েও বেশ আশাবাদী পরিচালক রাম মাধবানি ৷

teaser of sushmita sen's aarya season 2 released
আর্যার দ্বিতীয় সিজনের টিজারে সুস্মিতার চোখে প্রতিশোধের আগুন

By

Published : Nov 17, 2021, 7:59 PM IST

কলকাতা, 17 নভেম্বর: রাম মাধবানি পরিচালিত আন্তর্জাতিক এমি মনোনীত অ্যাকশন ড্রামা সিরিজ 'আর্যা'র দ্বিতীয় সিজন (Aarya Season 2) আসছে । প্রকাশিত হল তার টিজার ।

প্রথম সিজনে দুরন্ত সাফল্যের পর ওটিটি-তে ফিরছে আন্তর্জাতিক এমি মনোনীত ওয়েব সিরিজ 'আর্যা'-র সিজন টু । হাজির হয়েছে টিজার ৷ স্বাভাবিকভাবেই উত্তেজিত আর্যার ভক্তরা । 'আর্যা'র মাধ্যমেই গ্র‍্যান্ড কামব্যাক হয় প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen)। তাঁর অভিনয়সৌকর্যে মোহিত হয় দর্শক ।

এক নারীর তাঁর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘটনা ঘিরে এই সিরিজ । জানা গিয়েছে, দ্বিতীয় সিজনে আর্যা সরিনের গতিবিধি এবং প্রতিশোধ আগুনের লেলিহান শিখা আরও ঊর্ধগামী । পোস্টারে দৃশ্যমান সুস্মিতা সেনের অভিব্যক্তি এ বার আরও হিংস্র । টিজারের ছবিটি লাল রঙে আবৃত । এতে তাঁর তেজের তীব্রতা প্রকাশ পাচ্ছে ।

আরও পড়ুন:Arindam Sil : বিক্রম মিউজিক না করলে কে, বিকল্প সুরকারের নাম জানিয়ে দিলেন অরিন্দম

দ্বিতীয় সিজনে ফিরে আসা প্রসঙ্গে পরিচালক রাম মাধবানি বলেছেন, "প্রথম সিজন রিলিজের পর আমরা যে ভালোবাসা এবং প্রশংসা পেয়েছি তাতে মন ভরে গিয়েছে আমাদের । তাই দ্বিতীয় সিজনে আরও ভালোবাসা আর শ্রম মিশে আছে । ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডে সেরা মনোনীত হয় 'আর্যা'। এতে চ্যালেঞ্জ আরও বেড়ে যায় ।"

আরও পড়ুন:Main Heer Ve: শুভ্রা পালের মিউজিক ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট

রাজস্থানের হাই প্রোফাইল ড্রাগ সিন্ডিকেট, খুনোখুনি, দুই মাদক মাফিয়া গোষ্ঠীর মধ্যে বিরোধ, রক্তারক্তি, নিজের পরিবারের প্রতি বিশ্বাস খুইয়ে ফেলা - সব নিয়েই এই সিরিজের প্রথম সিজন ভালোবেসেছিল দর্শক । এ বার পালা দ্বিতীয় সিজনের । পরিস্থিতির শিকার হয়ে এক সাধারণ গৃহবধূ হয়ে ওঠে মাফিয়া ডন । নিজের সন্তানদের বাঁচাতে বাঘিনী যেমন হিংস্র হয়ে ওঠে, আর্যাও ঠিক তেমনি এক মানবীরূপী বাঘিনী । আর্যার বিলাসবহুল জীবন ছিল স্বামী তেজ (চন্দ্রচূড় সিং) এবং তিন ছেলেমেয়েকে নিয়ে । আর্যার বাপের বাড়ির দৌলতে বে-আইনি মাদক চক্রে জড়িয়ে পড়ে খুন হয় তেজের । মাদক চক্র থেকে বেরোতে চেয়েছিল সে । আর সেই চাওয়াই তাঁর জীবনে করুণ পরিণতি ডেকে আনে ।

আরও পড়ুন:Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

দ্বিতীয় সিজনে জ্বলবে প্রতিশোধের আগুন । কে খুন করল তেজকে ? তাকে খুঁজতে মরিয়া আর্যা । নেবে প্রতিশোধ । খুব শিগগিরই আসছে 'আর্যা'র দ্বিতীয় সিজন ৷

আরও পড়ুন:Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

ABOUT THE AUTHOR

...view details