মুম্বই : সম্প্রতি আলিয়া ভাট তাঁর ছোটোবেলার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । তাঁর সেই মিষ্টি ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের । একাধিক সেলেব্রিটিও আলিয়ার ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন । আর সেটাই পছন্দ হচ্ছে না কঙ্গনা রানাওয়াতের ।
কয়েকদিন আগে সুশান্তের বোনও অভিনেতার শৈশবের একটি ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় । কিন্তু, সেই ছবি সেভাবে ভাইরাল হয়নি । সুশান্তের বোন তো কোনও সেলেব্রিটি নন, তাই তাঁর প্রোফাইল খুব বেশি সংখ্যক মানুষের কাছে পরিচিত নয় । কিন্তু, কঙ্গনা সেই সমস্ত যুক্তি ভুলে উঠে পড়ে লেগেছেন বিষয়টি নিয়ে ।