মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । একই অবস্থা তারা সুতারিয়ারও । তবে বাড়িতে থাকলেও মোটেই বসে নেই তিনি । প্রতিদিনই রান্না করছেন নিত্য নতুন পদ ।
লকডাউনের মধ্যে হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তারকাদের । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, আবার কেউ রান্না করছেন । কাজের পাশাপাশি ঝালিয়ে নিচ্ছেন নিজের হবিগুলোও । আর সেই কারণে কেউ ছবি আঁকছেন, কেউ বই পড়ছেন, তো কেউ আবার সুর তুলছেন গিটারে । বাদ যাননি তারা সুতারিয়ারও । এই সময় বাড়িতে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি ।
সাধারণ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তারা । কড়া ডায়েট মেনে চলতে হয় তখন । কিন্তু, এখন শুটিং না থাকায় যা খুশি খাবার খেতে পারছেন তিনি । মানছেন না কোনও বিধি নিষেধই । আর কোয়ারেন্টাইনে থেকে যেসব রান্না করেছেন তা সবই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি ।