মুম্বই : ফের টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তারা সুতারিয়া । 'হিরোপন্তি 2' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের ।
এর আগে 'স্টুডেন্ট অফ দা ইয়ার 2' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা ও টাইগার । সেই ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিষ্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ।
সোশাল মিডিয়ায় আজ এই খবর শেয়ার করেন তারা সুতারিয়া । লেখেন, "সাজিদ স্যার আমার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ...'হিরোপন্তি 2'। জন্মদিনের মাস শুরু করার জন্য এর থেকে ভালো খবর আর কি হতে পারে !" 19 নভেম্বর 25 বছরে পা দেবেন অভিনেত্রী ।