পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"অভিযুক্ত শাস্তি না পেলে...", MeToo প্রসঙ্গে কী বললেন তাপসী? - Vikas Bahl

সম্প্রতি যৌন হেনস্থার দায় থেকে ক্লিনচিট পেয়েছেন বিকাশ বহল। কিন্তু সেই রায়ে একেবারেই খুশি নন MeToo মুভমেন্টের প্রবর্তক তনুশ্রী দত্ত। তবে অভিযুক্ত যদি শাস্তি না পায়, তাহলে অভিযোগকারীর মন ভেঙে যায়- সেটা স্বীকার করলেন তাপসী পান্নু।

তাপসী পান্নু

By

Published : Jun 4, 2019, 8:35 PM IST

মুম্বই : MeToo ঝড়ে কেঁপে উঠেছিল বলিউড। প্রতিদিন কারোর না কারোর নাম উঠে আসছিল যৌন হেনস্থাকারী হিসেবে। তবে তার মধ্যেও যে কেউ কেউ নির্দোষ সেটা প্রমাণিত হয়েছে বিকাশ বহলের ক্লিনচিট পাওয়ার পরই। সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন তাপসী পান্নু।

তাপসী বললেন, "দেখুন যদি একজন মানুষ যৌন হেনস্থার দায় অভিযুক্ত হন আর তিনি যদি শাস্তি না পান, তাহলে অভিযোগকারীর মন ভেঙে যায়। মুভমেন্টের স্পিরিটটা নষ্ট হয়ে যায়।"

আরও পড়ুন : স্বপ্নহীনদের স্বপ্নের দিশা দেখালেন হৃত্বিক, সামনে এল 'সুপার ৩০'-র ট্রেলার

তাই বলে নির্যাতিতারা যেন মুখ খোলা বন্ধ না করে দেন, আর্জি তাপসীর। তিনি বললেন, "মেয়েরা বছরের পর বছর চুপ করে থেকেছে। তারা যেন আবার চুপ না হয়ে যায়। একটা সামগ্রিক সচেতনতা তৈরি হয়েছে এই কয়েকদিনে। রাতারাতি কোনও পরিবর্তন আসবে না ঠিকই। তাই বলে হাল ছাড়লে চলবে না।"

তাপসী

বিকাশ বহল ক্লিনচিট পাওয়ার পর 'সুপার ৩০'-র পরিচালক হিসেবে ক্রেডিট পেয়েছেন তিনি। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি যৌন হেনস্থার কেসে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বিকাশকে?

ABOUT THE AUTHOR

...view details