পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

#MeToo : "অপরাধীদের বিরুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত আমি", বললেন তনুশ্রী

MeToo কেসে ক্লিনচিট পেয়েছেন নানা পাটেকর। এই খবরে মর্মাহত তনুশ্রী দত্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, "অপরাধীদের বিরুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত আমি।" শুধু অপারাধীই নয়, এই দুর্নীতিগ্রস্থ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত তিনি।

নানা পাটেকর

By

Published : Jun 13, 2019, 7:50 PM IST

মুম্বই : MeToo আন্দোলন বলিউডের কাছে একটা অধ্যায়। আর এই অধ্যায়ের প্রধান চ্য়াপ্টার হল তনুশ্রী দত্ত vs নানা পাটেকরের মামলা। সেই মামলাতেই ক্লিনচিট পেয়ে গেলেন অভিযুক্ত নানা পাটেকর। কোথাও যেন একটা ধাক্কা খেল এই আন্দোলনের তাৎপর্য। স্বাভাবিকভাবেই মর্মাহত তনুশ্রী।

তনুশ্রী বলেন, "আমি ধাক্কাও খাইনি আর চমকেও যাইনি। ভারতের একজন নারী হয়ে এই ধরনের ঘটনায় অভ্য়স্থ হয়ে গেছি আমি।" তনুশ্রীর মতে, যদি অলোক নাথ একটি ধর্ষণের চার্জ থেকে মুক্ত হয়ে ছবিতে অভিনয় করতে পারেন, তাহলে নানা পাটেকরের পক্ষে যৌন হেনস্থার চার্জ থেকে ক্লিনচিট পাওয়া কোনও ব্যাপারই নয়।

আরও পড়ুন : MeToo কেসে ক্লিনচিট পেলেন নানা পাটেকর...

তিনি আরও বলেন, "একটি দুর্নীতিগ্রস্থ পুলিশি ও আইনি ব্য়বস্থা আর একজন দুর্নীতিগ্রস্থ মানুষকে ক্লিনচিট দিয়েছে, যার বিরুদ্ধে একাধিক মহিলাকে হেনস্থা করা ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে।" সাক্ষীরা ভয়ে মুখ খোলেননি বলে এবং যারা মুখ খুলেছেন, তারা মিথ্যে সাক্ষী দিয়েছেন, ধারণা তনুশ্রীর।

আরও পড়ুন : কমলেশ্বরের ছবিতে বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির গল্প, প্রযোজনায় সঞ্জয়লীলা

তবে এখনও আশা ছাড়েননি তনুশ্রী। তিনি এখনও বিশ্বাস করেন যে, "জয় আমারই হবে"। আর অন্যদিকে, নানা পাটেকরকে যাঁরা সমর্থন করেছিলেন, তাঁরা আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ABOUT THE AUTHOR

...view details