পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আশারাম বাপুর সঙ্গে নানা পাটেকরের তুলনা, ফের বিস্ফোরক তনুশ্রী - তনুশ্রী দত্তের খবর

যৌন হেনস্থার মামলায় ক্লিনচিট পাওয়ার পর ফের একবার নানা পাটেকরকে নিশানা বানালেন তনুশ্রী দত্ত । তুলনা করলেন আশারাম বাপুর সঙ্গে ।

Tanushree Dutta compares Nana {atekar to Asaram Bapu
Tanushree Dutta compares Nana {atekar to Asaram Bapu

By

Published : Jan 9, 2020, 11:11 PM IST

মুম্বই : 2008 সালে 'হর্ণ ওকে প্লিজ়'-এর সেটে তনুশ্রী দত্তকে খারাপভাবে ছুঁয়েছিলেন বলে অভিযোগ এনেছিলেন স্বয়ং অভিনেত্রী । মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, চলে শুনানি । তবে সেই কেসে ক্লিনচিট পেয়ে বেরিয়ে যান নানা পাটেকর । তাই খুবই অসন্তুষ্ট তনুশ্রী ।

সম্প্রতি মুম্বইতে হওয়া একটি প্রেস কনফারেন্সে নানা পাটকরকে আশারাম বাপুর সঙ্গে তুলনা করলেন তনুশ্রী । আশারাম ভারতের অন্য়তম বিতর্কিত গডম্যান, যার বিরুদ্ধে ছিল অনেক অভিযোগ । তার মধ্যে অন্যতম ছিল বেআইনি দ্রব্য পাচার বা ধর্ষণের মতো জঘন্য অপরাধ । 2018 সালে এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় আশারামের । আপাতত যোধপুরের এক জেলে রয়েছেন আশারাম ।

তনুশ্রী বলেন, "এই যে ইমেজটা নানা পাটেকর বানিয়ে রেখেছেন যে, আমি তো খুব গরীব, আমি এক কামরার ঘরে থাকি, এই সমস্ত কিছু মিথ্যে । দুনিয়াকে দেখানোর জন্য এসব, আর কিছু নয় ।"

তিনি মিডিয়া পার্সনদের উদ্দেশে এটাও বলেন যে, "আপনাদের বোকা বানানো খুব সহজ । সাদা টুপি পরে নাও, সাদা কুর্তা পরে নাও, ব্যাস । আর সাদা কুর্তা তো আশারাম বাপুও পরেছিলেন ।"

শুনে নিন তনুশ্রীর এই বিতর্কিত মন্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details