মুম্বই : 2008 সালে 'হর্ণ ওকে প্লিজ়'-এর সেটে তনুশ্রী দত্তকে খারাপভাবে ছুঁয়েছিলেন বলে অভিযোগ এনেছিলেন স্বয়ং অভিনেত্রী । মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, চলে শুনানি । তবে সেই কেসে ক্লিনচিট পেয়ে বেরিয়ে যান নানা পাটেকর । তাই খুবই অসন্তুষ্ট তনুশ্রী ।
সম্প্রতি মুম্বইতে হওয়া একটি প্রেস কনফারেন্সে নানা পাটকরকে আশারাম বাপুর সঙ্গে তুলনা করলেন তনুশ্রী । আশারাম ভারতের অন্য়তম বিতর্কিত গডম্যান, যার বিরুদ্ধে ছিল অনেক অভিযোগ । তার মধ্যে অন্যতম ছিল বেআইনি দ্রব্য পাচার বা ধর্ষণের মতো জঘন্য অপরাধ । 2018 সালে এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় আশারামের । আপাতত যোধপুরের এক জেলে রয়েছেন আশারাম ।