কলকাতা : পরিচালক হিসেবে তন্নিষ্ঠা চ্যাটার্জির প্রথম ছবি 'রোম রোম মে' । অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সাংবাদিক বৈঠকে এই ছবি নিয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক ।
তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।