পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নওয়াজ়ের সঙ্গে প্রথম 'রোম রোম মে'-র স্টোরি শেয়ার করেছিলাম" - নওয়াজ়ের সঙ্গে প্রথম 'রোম রোম মে'-র স্টোরি শেয়ার করেছিলাম

তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।

hfs

By

Published : Nov 11, 2019, 9:22 PM IST

কলকাতা : পরিচালক হিসেবে তন্নিষ্ঠা চ্যাটার্জির প্রথম ছবি 'রোম রোম মে' । অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সাংবাদিক বৈঠকে এই ছবি নিয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক ।

তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।

এক ভাই তার বোনকে খুঁজতে রোমে যায় । ভাই-বোনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ছবিটি । তবে কেন হঠাৎ করে রোমকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হল তা অবশ্য ছবি না দেখলে বোঝা যাবে না বলে জানিয়েছেন তন্নিষ্ঠা । বলেন, "রোম শুধুমাত্রই একটা সুন্দর লোকেশন নয় । ফেমিনিজ়মের একটা বড় ইতিহাস রয়েছে সেখানে । এমনকী সেখানেই প্রথম ফেমিনিস্টরা প্রতিবাদ দেখায় এখন থেকে প্রায় দু'হাজার বছর আগে । অনেক মহিলাই প্রতিবাদ দেখিয়েছিলেন । কিন্তু, তাঁরা সেভাবে প্রচারের আলোয় কখনও আসেননি । রেনেসাঁর সময়কার মহিলাদের প্রতিবাদে ছবি ফুটে উঠতে আমার ছবিতে ।"

নওয়াজ় ছাড়াও ইট্যালির বহু অভিনেতা রয়েছেন এই ছবিতে ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details