মুম্বই : মুক্তি পেল 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর দ্বিতীয় ট্রেলার । ট্রেলারে দেশের জন্য লড়াই করতে দেখা গেছে অজয় দেবগনকে । এছাড়াও রয়েছেন কাজল ও সইফ আলি খান ।
ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত ।
ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অজয় বলেন, "আমরা একটা সিরিজ় তৈরি করতে চাই । যেখানে শুধু যোদ্ধাদের কথা বলা হবে না, সাধারণ মানুষের কথাও বলা হবে । যাঁদের গল্প অনুপ্রেরণা জোগাবে । এই সিরিজ়ে প্রথম তানাজি । শুধু রাজ্যেরই নন, ইনি জাতীয় হিরো । কিন্তু, ইতিহাস বইতে তাঁর সম্পর্কে শুধু একটা প্যারাগ্রাফ রয়েছে । আমরা চাই মানুষ যাতে তাঁর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারেন ।"