মুম্বই : 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর ট্রেলারে একটি গভীর খাদের মধ্যে যুদ্ধ করতে দেখা গেছে অজয় দেবগনকে । তবে সেটি আসল খান একেবারেই নয় । অনেক দিন ধরে একটু একটু করে সেটের মধ্যেই তৈরি করা হয় খাদটি । কীভাবে তৈরি করা হল সেই খাদ । সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে সেকথা জানিয়েছেন অজয় দেবগন ।
ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান ।
মারাঠা ইতিহাসের একটি উজ্জ্বল মুহূর্তের গল্প ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে । 1670 সালের 4 ফেব্রুয়ারি সিংগড়ে একটি যুদ্ধ হয়েছিল । যুদ্ধের কাহিনি তুলে ধরা হয় ছবিতে । ছত্রপতি শিবাজির সময়কালে কোনধানা দুর্গে আক্রমণ চালিয়েছিল উদয়ভান । সেই যুদ্ধে মৃত্যু হয় তানাজির । কিন্তু, দুর্গ অক্ষত ছিল । এরপর ছত্রপতি শিবাজি কোনধানার নাম পরিবর্তন করে দুর্গের নাম রাখেন সিংগড় । যার অর্থ 'সিংহের দুর্গ'। তানাজিকে শ্রদ্ধা জানাতেই এই নাম রাখেন তিনি । আর ছবিতে যে খাদটি তুলে ধরা হয়েছে তা তৈরি করতে অনেকদিন সময় লেগেছিল । সব থেকে বড় বিষয় সেটি তৈরি করা হয়েছিল সেটের মধ্যেই ।
খাদ কীভাবে তৈরি করা হয় তার একটি ভিডিয়ো শেয়ার করেন অজয় । যেখানে পরিচালক ওম রাউত বলেন, "সেটের মধ্যে ওই খাদ তৈরি করা খুবই কঠিন ছিল । প্রায় তিনশো ফুট গভীর ওই খাদ তৈরির জন্য পাথরের প্রতিকৃত তৈরি করা হয় । তা দিয়ে তৈরি হয় খাদের দেওয়াল । তার মধ্যে কিছু এফেক্ট লাগিয়ে সেটাকে বাস্তব রূপ দেওয়া হয় ।"
10 জানুয়ারি মুক্তি পাবে 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। আর ওইদিন মুক্তি পাবে দীপিকা পাডুকোনের 'ছপাক' ছবিটিও ।