পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটাল দুনিয়ায় সইফের 'তাণ্ডব' - সইফ আলি খানের খবর

মুক্তি পেল সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর টিজ়ার । আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গে রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্ক অনেক পুরোনো । দিনে দিনে রাজনীতিবিদরাই আমাদের দেশের বিধাতা হয়ে উঠেছেন এবং প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন সকলের রাজা । এমনই একটি কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে পুরো ওয়েব সিরিজ়টি । টিজ়ার দেখেই উত্তাল দর্শক ।

Saif Ali Khan in tandav web series
Saif Ali Khan in tandav web series

By

Published : Dec 17, 2020, 3:19 PM IST

মুম্বই : ডিজিটাল দুনিয়ায় এখন থ্রিলারের জয়জয়কার । তবে থ্রিলার মানেই মার্ডার মিস্ট্রি নয় । আমাদের রাজনৈতিক দুনিয়াতেও অনেক রহস্য, অনেক নোংরা খেলা লুকিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে বোঝা যায় না । তেমনই টানটান রাজনৈতিক থ্রিলার নিয়ে আসছেন সইফ আলি খান । অ্যামাজ়ন প্রাইমে তাঁর পরবর্তী ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর মারফৎ ।

'ভারতকে একটা জিনিসই চালিত করে, সেটা হল রাজনীতি । আর এই দেশের প্রধানমন্ত্রীই রাজা ।', টিজ়ারের শুরুতেই ভয়েজ় ওভারে শোনা গেল এই কাঁপিয়ে দেওয়া মন্তব্য । পরিষ্কার হয়ে গেল সিরিজ়ের মর্মার্থ ।

ডিম্পল

'তাণ্ডব'-কে শুধুমাত্র সইফের সিরিজ় বললে ভুল হবে । তিনি ছাড়াও এখানে রয়েছেন ডিম্পল কপাড়িয়া, তিঘমাংশু ঢুলিয়া, সুনীল গ্রোভার, মহম্মদ জিশান আয়ুব, কৃতিকা কামরা, অনুপ সোনির মতো আরও অনেক তারকা । ছোট্ট গতিময় টিজ়ার দেখেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দর্শকের ।

আগামী বছরের 15 জানুয়ারি থেকে ডিজিটাল দুনিয়ায় শুরু হবে 'তাণ্ডব' । আলি আব্বাস জ়ফরের পরিচালনায় আসছে এই সিরিজ়টি । দেখে নিন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details