মুম্বই : ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-র একটি দৃশ্য নিয়ে আপত্তি জানান অনেকেই । প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় দেখানো হয় বিক্ষোভ । নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে একাধিক জায়গায় মামলাও দায়ের করা হয় । তাই গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে নির্মাতাদের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল । যদিও তাঁদের সেই আবেদন আজ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । আগাম জামিনের জন্য তাঁদের হাইকোর্টে আবেদন জানাতে বলা হয়েছে ।
15 জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে ।
সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে । সেই দৃশ্যে শিবের থেকে রামের অনুরাগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে উপহাস করা হয় । আর তা নিয়েই আপত্তি তোলেন নেটিজ়েনদের একাংশ । পাশাপাশি সিরিজ়ের কলাকুশলীদের বিরুদ্ধে লখনউ, মধ্যপ্রদেশ, কর্নাটক, দিল্লি ও মহারাষ্ট্রের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয় ।
সেই বিতর্কের জল গড়িয়ে যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পর্যন্ত । 17 জানুয়ারি রাতে কেন্দ্রীয় সরকারের তরফে সমন জারি করে অ্যামাজ়ন প্রাইমের থেকে জবাব চাওয়া হয় । এরপর 18 জানুয়ারি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন নির্মাতারা । পাশাপাশি বিতর্কিত ওই দৃশ্য পরিবর্তন করা হবে বলেও নির্মাতাদের তরফে জানানো হয় ।