পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতাদের দায়ের করা পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে - SC declines protection to tandav Actors

গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতা ও অভিনেতারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । যদিও আজ শুনানির সময় সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ।

asd
asd

By

Published : Jan 27, 2021, 6:11 PM IST

Updated : Jan 27, 2021, 6:37 PM IST

মুম্বই : ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-র একটি দৃশ্য নিয়ে আপত্তি জানান অনেকেই । প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় দেখানো হয় বিক্ষোভ । নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে একাধিক জায়গায় মামলাও দায়ের করা হয় । তাই গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে নির্মাতাদের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল । যদিও তাঁদের সেই আবেদন আজ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । আগাম জামিনের জন্য তাঁদের হাইকোর্টে আবেদন জানাতে বলা হয়েছে ।

15 জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে ।

সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে । সেই দৃশ্যে শিবের থেকে রামের অনুরাগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে উপহাস করা হয় । আর তা নিয়েই আপত্তি তোলেন নেটিজ়েনদের একাংশ । পাশাপাশি সিরিজ়ের কলাকুশলীদের বিরুদ্ধে লখনউ, মধ্যপ্রদেশ, কর্নাটক, দিল্লি ও মহারাষ্ট্রের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয় ।

সেই বিতর্কের জল গড়িয়ে যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পর্যন্ত । 17 জানুয়ারি রাতে কেন্দ্রীয় সরকারের তরফে সমন জারি করে অ্যামাজ়ন প্রাইমের থেকে জবাব চাওয়া হয় । এরপর 18 জানুয়ারি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন নির্মাতারা । পাশাপাশি বিতর্কিত ওই দৃশ্য পরিবর্তন করা হবে বলেও নির্মাতাদের তরফে জানানো হয় ।

আরও পড়ুন : 'তাণ্ডব' নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কিন্তু, তাতেও বিতর্ক থামেনি । গ্রেপ্তারির জন্য সিরিজ়ের নির্মাতা ও অভিনেতাদের প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা । তারপরই গ্রেপ্তারি এড়াতে তাঁদের রক্ষাকবচ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল নির্মাতাদের তরফে । পাশাপাশি বিভিন্ন শহরে দায়ের হওয়া একাধিক মামলাকে একটি শহরে নিয়ে আসার আবেদন করা হয়েছিল । যদিও আজ শুনানির সময় সেই মামলা খারিজ করে দেয় বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ ।

আরও পড়ুন : ‘তাণ্ডব’-এর বিতর্কিত দৃশ্যে পরিবর্তন আনা হবে, জানালেন পরিচালক

এরপর আবেদনকারীদের আইনজীবী বলেন, "যে আইনে সাংবাদিক অর্ণব গোস্বামীকে জামিন দেওয়া হয়েছিল একইভাবে এই মামলার আবেদনকারীদের সেই আইনে সুরক্ষা দেওয়া যাচ্ছে না কেন ?" যদিও এর কোনও স্পষ্ট উত্তর না দেননি বিচারপতিরা । বরং বেঞ্চের তরফে বলা হয়, "ফৌজদারি দণ্ডবিধির 482 নম্বর ধারা প্রয়োগ করে এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত । আর তাই আবেদনকারীদের গ্রেপ্তারির উপর অন্তবর্তীকালীন সুরক্ষাও দেওয়া সম্ভব নয় ।" তবে আগাম জামিনের জন্য নির্মাতাসহ অভিনেতারা হাইকোর্টে আবেদন করতে পারেন বলে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে ।

Last Updated : Jan 27, 2021, 6:37 PM IST

For All Latest Updates

TAGGED:

Tandav FIR

ABOUT THE AUTHOR

...view details