পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত তামান্নার বাবা-মা - Tamannaah tests corona negative

কোরোনায় আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়ার বাবা ও মা । সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই ।

োে্
োে্

By

Published : Aug 27, 2020, 8:08 AM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়ার বাবা ও মা । সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই । তবে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

ওই বিবৃতিতে তামান্না লেখেন, "ওই সপ্তাহে আমার বাবা,মায়ের মধ্যে কোরোনার সামান্য উপসর্গ দেখা গিয়েছিল । তাই সতর্কতা স্বরূপ বাড়ির সব সদস্যেরই কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট এসে গিয়েছে, দুর্ভাগ্যবশত আমার বাবা-মায়ের রিপোর্ট পজ়িটিভ এসেছে । ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করছি ও কোরোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে ।"

বাবা-মায়ের সঙ্গে তামান্না

তিনি আরও জানিয়েছেন, "আমি সহ বাড়ির সব স্টাফদের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।" তাঁর বাবা-মায়ের দ্রুত আরোগ্যর জন্য ফ্যানদের প্রার্থনাও করতে বলেছেন তিনি ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও বলিউডে থাবা বসিয়েছে কোরোনা । আক্রান্ত হন অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । এছাড়াও আক্রান্ত হয়েছিলেন অনুপম খেরের মা ও ভাই, প্রযোজক করিম মোরানি ও তাঁর দুই মেয়ে, গায়িকা কণিকা কাপুর সহ আরও অনেকেই । যদিও এখন তাঁরা সবাই সুস্থ হয়ে উঠেছেন ।

কাজের দিক থেকে 'বোলে চুড়িয়া' ছবিতে নওয়াজ়উদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তামান্নাকে । এছাড়াও দুটি তেলুগু ছবি 'সেতিমার' ও 'দ্যাট ইজ় মহালক্ষ্মী' রয়েছে তাঁর ঝুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details